সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

টাঙ্গাইলে এক ডগায় ৩৫ লাউ ; দেখতে উৎসুক জনতার ভীড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে এক ডগায় ৩৫ লাউ ; দেখতে উৎসুক জনতার ভীড়

ছবি : জনতার কন্ঠ

টাঙ্গাইলের ঘাটাইলে একটি লাউ গাছের এক ডগায় ধরেছে ৩৫টি লাউ। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের কামাল হোসেন-লাভলী আক্তার দম্পতির বাড়িতে।এই লাউ দেখতে তাদের বাড়িতে অনেকেই ভিড় জমাচ্ছেন।কামাল হোসেন জানান, দুই মাস আগে দেশি লাউ বীজ এনে লাগিয়েছিলেন। পরে বীজ থেকে চারটি গাছ বড় হয়ে মাঁচায় ওঠে। তিনটি গাছ স্বাভাবিক থাকলেও একটি গাছে হঠাৎ করেই একটি গিঁট (ডগার সংযোগস্থল) থেকে অসংখ্য ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে ওই ডগায় ৩৫টি লাউ ধরেছে। লাউগুলো আস্তে আস্তে বড়ও হচ্ছে।জোতনছর গ্রামের শফিকুল ইসলাম জানান, গাছের ওই ডগায় ৩৫টি লাউ গুনে দেখেছেন। এর আগে এমন দৃশ্য তিনি দেখেননি। গ্রামের উৎসুক অনেকেই লাউগাছটি দেখতে ভিড় জমাচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা না। বিভিন্ন কারণে এ রকম ঘটনা ঘটতে পারে। তবে গাছটি না দেখে নিশ্চিত করে কিছু বলা যাবে না।টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ‘এটা মাঝে মাঝেই কলা গাছসহ বিভিন্ন গাছে ফল-সবজি ধরে। তবে এটা ন্যাচারাল। কোনো রসায়নিক দিয়ে করা সম্ভব নয়। প্রাকৃতিক ভাবেই হয়েছে।‘

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ