সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

কৃষি কর্মকর্তার কাজ কি?

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
  1. আঙ্গুল নামিয়ে কথা বলুন।
    এই নারীর নাম রাজিয়া তরফদার।
    শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা।
    পোকার আক্রমণ ঠেকাতে একগুচ্ছ ধান হাতে পরামর্শ চাইতে গিয়েছিলেন দিশেহারা কৃষক ফজলুর রহমান। গ্রামের সহস-সরল কৃষক হয়তো বলেছিলেন-‘পোকায় আমাগো সর্বনাশ কইরা ফালাইতাছে। মেডাম আমাগো ক্ষেত একটু দেখবেন?’
    এতেই নাকি তার ‘ইজ্জতহানি’ হয়েছে! কৃষকের সঙ্গে খারাপ আচরণ করেছেন। বের করে দিয়েছেন অফিস থেকে। বলেছেন-‘আমি কী আপনার কামলা দেই। আমি কী কামলা।’
    আমি বলব, আপনি অবশ্যই কামলা। আপনি কৃষকের চাকর। আপনাকে মাইনে দেওয়া হয় কৃষকের চাকরানি হিসাবে। আর চাকরদের আঙ্গুল উচিয়ে কথা বলা মানায় না। আঙ্গুল নামিয়ে কথা বলুন। আপনার দরজা থেকে আর একজন কৃষক যদি কষ্ট নিয়ে ফেরেন, তাহলে আপনার জন্য দ্বিগুণ কষ্ট অপেক্ষা করছে। কথাটা মাথায় রাখবেন।
    কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজির দৃষ্টি আকর্ষণ করে  বলব দ্রুত ঘটনার তদন্ত করে রাজিয়ার আঙ্গুল নামানোর ব্যবস্থা করুন।
    কৃষক যদি কোন অসুবিধার কথা বলতে না পারে  তাহলে কৃষি অফিসারের কাজ কি ?

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ