সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

সখিপুরে লোডশেডিংয়ে ইরিগেশন ব্যাহত,জনজীবন বিপর্যস্ত

মোহাম্মদ শরীফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত ইরিগেশন ব্যাহত,শিশুসহ আবালবৃদ্ধ বনিতাদের নাকাল করে তুলেছে।এখন রমজান মাস চলমান প্রতিনিয়ত ইফতার সেহেরি,তারাবি নামাজ এসময় গুলোতে বাইরোটেশন বিদ্যুৎ পাচ্ছে না প্রান্তিক কৃষক।জমিতে ধানের গর্ভধারণ করার সময় কিন্তু সেচের অভাবে সেচ দেওয়া যাচ্ছে না, ধানের জমি শুকিয়ে যাচ্ছে । এ অবস্থা থাকলে ইরি ধানের ব্যাপক ক্ষতি হবে যা আমাদের খাদ্য ঘাটতি মেটাতে হিমসিম খেতে হবে বলে বিজ্ঞমহলের ধারনা।বিকল্প সেচের বিষয়ে জানতে চাইলে সখিপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেহেতু কৃষকরা যাতে ইরি ধানে চাষে প্রয়োজনীয় সেচ দিতে পারে, এজন্য আমি বিদ্যুৎ বিভাগের কাছে লিখিত আকারে জানাব যাতে সেচের অভাবে ধানের যেন ক্ষতি না হয়। সারা দিনে মাঝে  মাঝে বিদ্যুৎ পাওয়া গেলেও স্থায়িত্ব কাল দশ থেকে বিশ মিনিট। বিদ্যুৎ অফিস তাদের খাতায় লিখে রাখছেন একঘন্টা পরপর একঘন্টা  বিদ্যুৎ থাকবে কিন্তু বাস্তবতা হল মাত্র দশ থেকে বিশ মিনিট কখনো আরো কম বিদ্যুৎ সুবিধা পাওয়া যাচ্ছে।সখিপুরের বাইরের এলাকা গুলোতে বিদ্যুৎ খুবই কম পাওয়া যাচ্ছে। যাদবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনগণের কাছে জানতে চাইলে আব্দুর রুউফ ও কৃষক বছির তালুকদার জানান  সারা দিনে একই থেকে দুই ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় আর বাকি সময় গুলো লোডশেডিং থাকে‌। এক থেকে দুই ঘন্টা পর পর ১০ থেকে ১৫ মিনিট বিদ্যুৎ থাকে যা দিয়ে সেচ পাম্প চালু করার আগেই বিদ্যুৎ চলে যায়। রাতের বেলায়ও একে অবস্থা থাকে বলে জানান।এ বিষয়ে সখিপুর উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তা আবু বকর তালুকদার  জানান,আমাদের চাহিদার তুলনায় আমরা বিদ্যুৎ কম পাচ্ছি, যার কারণে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পারছি না।সখিপুরে আামাদের যেখানে পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন আমরা সেখানে পাচ্ছি ১৫ থেকে ১৬ মেগাওয়াট আমাদের ঘাটতি  হল নয় থেকে  দশ মেগাওয়াট , আবার বিদ্যুতের মেঘাওয়াট ধারাবাহিকতা বজায় থাকে না। বিদ্যুৎ যা পাই তার মধ্যে থেকে আমাদের প্রাধান্য দিতে হয় সখিপুর হাসপাতাল, এবং ইয়ারফোর্স বাকিটুকু আমরা সকলকে সমবন্টন করে দেওয়ার চেষ্টা করছি।তিনি আরো বলেন, এ অসুবিধা সাময়িক কিছু দিনের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি কমে আসবে বলে আশা করছি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ