সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে
  1. গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, মির্জাপুর ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় -এর যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর নেতৃত্বে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন মোট ০৯ (নয়) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ০১(এক) টি ইটভাটার মালিককে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় এবং তাৎক্ষণিক আদায়ও করা হয়। বাকী ০৮ (আট) টি ইটভাটায় উচ্চ আদালতে রীট মামলা চলমান থাকায় জরিমানা করা সম্ভব হয়নি।
    এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের পরিদর্শক  বিপ্লব কুমার সূত্রধর। অভিযান চলাকালে অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ