সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

টাঙ্গাইলে ভূমিদস্যুদের দাপটে অসহায় পরিবার সংস্কার করতে পারছে না তাদের বসত বাড়ি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুর পৌর শহরের কুখ্যাত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বাঁধার মুখে এক ৮০ বছরের পুরনো বসত বাড়ির সংস্কার করতে পারছে না ভুক্তভোগীরা ।
পৌর শহরের ৭ নং সদর ওয়ার্ডের সখিপুর মৌজার যথাক্রমে ১০৭ ও ৯৭ দাগ নং ভূমিটি মরহুম আবদুল আজিজ শিকদারের প্রায় ৮০ বছরের পুরনো বসতভিটা।যা মরহুম আজিজ শিকদার জীবিতাবস্থায়  কিছু অংশ তার পিতা মরহুম রেহাতুল্লাহ শিকদার ও কিছু অংশ সাব কাবলা দলিলমূলে প্রাপ্ত।তিনি পুত্রহীন বিধায় জীবিতাবস্থায় যা তার তিন কন্যা সন্তান ও তার স্ত্রীর নামে দানপত্র দলিল মূলে হস্তান্তর করে যান।কিন্তু মরহুম আজিজ শিকদারের সহোদর ভাইয়ের ছেলে সখিপুরের কুখ্যাত ভূমিদস্যু ও সন্ত্রাসী আব্দুর রউফ শিকদার ও বাচ্চু শিকদারের দল-বল এই বাড়ির জমিটির উপরে অবৈধ ভাগ বসাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে একের পর এক অর্থনৈতিক ও মানসিক ভাবে দমন পীড়ন চালিয়ে আসছেন বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন।দীর্ঘদিন বিজ্ঞ আদালতে জমিজমা সংক্রান্ত মামলায় আদালতের বিচারে হেরে গিয়ে এখন জোর জবরদস্তি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।সোমবার(২২ এপ্রিল)  মরহুম আজিজ শিকদারের উত্তরসূরীগন বাড়িতে সংস্কার কাজ ও নতুন ঘর নির্মাণ করতে গেলে আব্দুল রউফ শিকদারের নেতৃত্বে উক্ত বসতভিটায় প্রায় ২০/২৫ জন মহিলা -পুরুষ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একযোগে আক্রমণ করে বাঁধার সৃষ্টি করেন।এসময় দ্রুত সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ ঘটনায় ওই পরিবারের ৩ জন মহিলা আহত হন।পরে ভুক্তভোগী পরিবারের সদস্য মরহুম আজিজ শিকদারের বড় মেয়ে মোসাঃ হাওয়া খাতুন বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান।
সরেজমিন ঘুরে দেখা গেছে যে,সখিপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে,সখিপুর থানার উত্তর পাশে  ভূমিদস্যুদের দাপটে ৮০ বছরের পুরনো বাড়ির সংস্কার কাজে বাঁধা প্রদান করে। সখিপুর থানার কয়েকশ গজ উত্তর পাশে ঢাকা -সখিপুর মেইন সড়কের পাশেই সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ৫ তলা ভবনের পিছনের দেয়াল গেছে  ,সেই ৮০ বছরের পুরনো বসতভিটাটি একেবারেই বসবাসের অযোগ্য হয়ে গেছে।পুরনো ঘরগুলোর টিন বিভিন্ন জায়গায় ক্ষয়ে  গেছে, সারক,ধর্নার কাঠগুলোও অকেজো হয়ে পড়েছে,যেকোনো মুহূর্তে বড় কিংবা মাঝারি আকারের ঝড় বৃষ্টি হলেই পুরনো ঘরগুলো ধসে পড়ে বড় রকমের প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে।
বসত বাড়িতে বসবাসকারী আবদুল আজিজ শিকদারের নাতবউ পারুল আক্তার কেঁদে কেঁদে এ প্রতিবেদককে বলেন,আমার নানা শশুরের এই পুরনো বাড়িটিতে ভূমিদস্যু রউফ শিকদার ও বাচ্চু শিকদার গংরা কোনো প্রকার সংস্কার কাজ করতে দিচ্ছে না।আমরা এ বিষয়ে বার বার সখিপুর থানায় অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না।কারণ থানার সামনে বাচ্চু শিকদারের ভাই দেলোয়ার শিকদারের বিল্ডিং এ থানার বেশ কয়েকজন অফিসার ভাড়া থাকেন।আমরা থানায় কোন অভিযোগ দায়ের করলে তাদের ভাড়াটিয়া অফিসারগন তাদের পক্ষ নিয়ে আমাদের অভিযোগের কোনো সুরাহা করেন না।এমন অবস্থায় আমরা মাননীয় এমপি সাহেবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নিকট এর সুবিচার প্রার্থনা করছি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ