সোমবার, ২০ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

খুলনায় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ছাত্রলীগের মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

নির্যাতিত ও অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, ইসরায়েলদের বিচারের দাবি একই সাথে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণার দাবিতে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজম খান সরকারি কমার্স কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোয়ার যশোর রোডের দলীয় কার্যালয়ে সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতারা বলেন, বর্তমান সরকার মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববাসীর প্রতি মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে। সেই ধারাবাহিকতায় আমরাও আন্তর্জাতিকভাবে তাদের বিচার দাবি করি। যারা নিরিহ ফিলিস্তিনদের হত্যা করেছে, নির্যাতন করেছে এবং তাদের সম্পদ ধ্বংস করেছে, তাদের বিচারের দাবিতে বিশ্ব নেতাদের এক হওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশ জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নগর শাখার সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান রাসেলসহ জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ