সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

টাঙ্গাইলের সখিপুরে আওয়ামিলীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টা-পাল্টি মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুরে আওয়ামি লীগের দুইপক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে।টাঙ্গাইলের সখিপুরে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও সাবেক সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
বর্তমান সংসদ সদস্যের অনুসারী জাকারিয়া সজীব বাদী হয়ে ঘটনার দিন গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সখিপুর থানায় ২০ জনকে আসামি করে ও সাবেক সংসদ সদস্যের সহোদর যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বাদী হয়ে গত ২৯ এপ্রিল (সোমবার) ২৫ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। ফলে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা করা হয়েছে।
ঘটনার ছয় দিন পর  ০১মে (বুধবার) মামলা দুটি সখিপুর থানায় নথিভুক্ত (রেকর্ড) করা হয়েছে। সঙ্গতকারনে আ.লীগের উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।উল্লেখ্য, গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরের দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারে বর্তমান এমপি অনুপম শাহজাহান জয় ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ জানায়, উপজেলার জেলখানা মোড়ে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় গত ১৮ এপ্রিল উপজেলা আওয়ামী লীগ একটি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে বর্ধিত সভা করেন। ওই সভা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রাত সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা ঝোলানো হয়। ১৯ এপ্রিল বিকেলে ওই কার্যালয়ের পেছনের আস্তাকুঁড়ে জোয়াহেরুল ইসলামের একটি ছবি পড়ে থাকতে দেখা যায়। সাবেক সংসদ সদস্যের অনুসারী কয়েকজন ওই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে সাবেক সংসদ সদস্যের অনুসারীরা ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে সখিপুর তালতলা চত্বরে একটি প্রতিবাদ সভা আহ্বান করে।
এদিকে অপর পক্ষ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠিত বিএপিপিডি কমিটিতে সদস্য এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংসদীয় কমিটিতে অনুপম শাহজাহান জয় সদস্য মনোনীত হওয়ায় একই দিনে একই স্থানে সকাল সাড়ে ১০টায় একটি আনন্দ মিছিল বের করেন। পরে সাবেক সংসদ সদস্যের অনুসারীরা ৯ কিলোমিটার দূরে উপজেলার নলুয়া বাজারে প্রতিবাদ সভা স্থানান্তর করেন। দুপুর ১২টার দিকে উপজেলার নলুয়া বাজারে এক পক্ষ প্রতিবাদ সভা ও অপরপক্ষ আনন্দমিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, একপর্যায়ে তা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।

জাকারিয়া সজীবের দায়ের করা মামলার আসামিরা হলেন সাবেক সংসদ সদস্যের অনুসারী  সহোদরের ছোট ভাই যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, সাবেক সংসদ সদস্যের ভাগনে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খন্দকার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান লিটনসহ ২০ জন।
এদিকে ইউপি চেয়ারম্যান আতোয়ারের দায়ের করা মামলার আসামিরা হলেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ ২৫ জন।
মামলার বাদী আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সাবেক এমপির ছবি আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশ সখিপুরে বাধা পেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নলুয়ায় চলে আসি। সেখানেও তারা আমাদের ওপর হামলা করে। তিনি দাবি করেন তাদের পক্ষের অন্তত আটজন নিরাপত্তার অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি না হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।’

বর্তমান সংসদ সদস্যের অনুসারী আতিকুর রহমান বুলবুল  বলেন, আমরা পৃথক স্থানে আনন্দমিছিল করতে গেলে সেখানে আমাদের ওপর সাবেক সংসদ সদস্যের অনুসারীরা হামলা করে। এতে আমিসহ অন্তত ছয়-সাতজন নেতা–কর্মী আহত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার উপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান,উভয় পক্ষের মামলা বুধবার থানায় নথিভুক্ত হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ