মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

টাঙ্গাইলের কি খবর এলেংগায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের এলেংগা পৌরসভার পৌলি এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত একটি কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, উক্ত কারখানাটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন করছিল, যা স্থানীয় পরিবেশ ও মানুষের জন্য হুমকি হিসেবে দেখা দেয়।এসময় ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী কারখানার মালিককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইন মেনে কারখানা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেসব প্রতিষ্ঠান আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ