বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

অপরাধ তদন্তে ডিজিটাল ও ফরেনসিক দক্ষতা এখন অপরিহার্য” — সিআইডি প্রধান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

“অপরাধ তদন্তে ডিজিটাল ও ফরেনসিক দক্ষতা এখন অপরিহার্য” — সিআইডি প্রধা

অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ। বু্ধবার (১৪ জানুয়ারি ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে “Criminal Investigation & Forensic Analysis Lab”-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান যুগে অপরাধ তদন্তে ডিজিটাল ও ফরেনসিক দক্ষতা এখন এক অত্যাবশকীয় চাহিদা। একাডেমিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে দক্ষ ও পেশাদার মানবসম্পদ তৈরিতে এ ধরনের ফরেনসিক ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি তাঁর বক্তব্যে জানান, একটি বিশেষায়িত তদন্ত সংস্থা হিসেবে সিআইডি আধুনিক ফরেনসিক ল্যাব, ডিএনএ বিশ্লেষণ সুবিধা ও সক্ষম সাইবার পুলিশ সেন্টারের মাধ্যমে গুরুতর অপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ ও ট্রান্সন্যাশনাল অপরাধ তদন্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, পেশাগত অভিজ্ঞতা অর্জন এবং জ্ঞান বিনিময়সহ প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে সিআইডি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক অপরাধের জটিলতা মোকাবিলায় ফৌজদারি বিচার গবেষণায় বৈজ্ঞানিক বিশ্লেষণের সমন্বয় অপরিহার্য, আর এই ল্যাব বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামোকে আরও সমৃদ্ধ করবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ