জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে ককটেল সাদৃশ্য ৬ টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজার এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজ সকালে এক ব্যক্তি বাজারের একটি দোকানে ব্যাগ রেখে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর ব্যাগটি সন্দেহজনক মনে হলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ৬টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়।