জনতার কন্ঠ ডেস্ক
সিআইডি প্রধানের সাথে বিএফআইইউ ও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অদ্য ০৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ও বিএফআইইউ (Bangladesh Financial Intelligence Unit) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির পাশাপাশি আন্তঃদেশীয় অপরাধ যেমন মানিলন্ডারিং, সংঘবদ্ধ মানবপাচার ও অন্যান্য সাইবার ক্রাইম বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।এ সময় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর Ian Porter, Alan Rose ও Paul Carnell উপস্থিত ছিলেন। বিএফআইইউ এর পক্ষ থেকে AKM Nurunnabi, Additional Director ও Mst. Fuara Khatun, Joint Director উপস্থিত ছিলেন।আলোচনায় নিজেদের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।