নরসিংদীতে চাঁদাবাজদের ছাড়াতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা হয়েছে। নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বীরপুর এলাকা থেকে ফেরার পথে আনোয়ার হোসেন কয়েকজনকে যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলতে দেখেন। তিনি দুজনকে হাতে নাতে আটক করলে ৩০-৪০ জনের একটি দল হামলা চালিয়ে তাদের ছাড়িয়ে নেয়।হামলায় গুরুতর আহত আনোয়ার হোসেনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদা গুলশানা কবির জানান, তার ঘাড় ও পায়ে আঘাত লেগেছে এবং রক্ত জমাট বেঁধেছে।অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে ইজারাদারের লোকজন হামলা চালিয়েছে।তবে ইজারাদার মো. আলমগীর দাবি করেন, আমরা বৈধভাবে ইজারা নিয়েছি, হামলার অভিযোগ মিথ্যা।উল্লেখ্য, সম্প্রতি চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন আনোয়ার হোসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন। নরসিংদী সদর নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।