জনতার কন্ঠ ডেস্ক
অদ্য ২৫/০৯/২৫ তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব শরীফা হক মির্জাপুর উপজেলা পরিদর্শন করেন । পরিদর্শনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন।শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ রোধ, আত্মহত্যা প্রবণতা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পোস্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । তিনি উপজেলা প্রশাসন স্কুল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন ।এছাড়াও উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক, টাঙ্গাইল । একইসাথে জেলা প্রশাসক, টাঙ্গাইল দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণ, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ, হুইল চেয়ার বিতরণ এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ও প্রকল্পের গুণগতমান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন ।