জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুরে বন প্রহরী ও ওয়াচার এর উপর হামলা করে ব্নবিভাগের দুজনকে গুরুতর আহত করেছে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেরকে দেখতে বন বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষ হাসপাতালে আসেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার। উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়া বাজারে ইউপি সদস্য,বন বিভাগের সাবেক ওয়াসার আলাউদ্দিন সহ ৭-৮ জন তাদের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। ইউপি সদস্য আলাউদ্দিনের নাম সহ সাতজনের নাম উল্লেখ করে সখিপুর থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বহেড়াতৈল রেঞ্জের এম.এম.চালা বিটের ছাতিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বনের চোরাই কাঠ উদ্ধার করতে গিয়ে বনপ্রহরী মোতালেব ও মাস্টার রোলের কর্মচারী খোশরো স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী ছাতিয়া বাজারে হামলা করে তাদেরকে আহত করে বলে জানায় একাধিক সূত্র।
এ ঘটনার সংবাদ পেয়ে টাঙ্গাইল জেলা বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, রেঞ্জ অফিসার ও বিট কর্মকর্তা সখিপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে ছুটে আসেন।