মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

সখিপুরে ভোক্তা অধিকারও ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

সখিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার , বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ভূইয়া মেডিসিন কর্ণারকে ৪ হাজার টাকা ও সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরি*মা*না করা হয়।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পঁচাবাসী খাবার রাখার অপরাধে এ জরিমানা করা হয়েছে।

সখিপুর সাত দোকানদারকে জরিমানা

টাংগাইলের সখিপুরে গ্যাসের বাজার নিয়ন্ত্রণে রাখতে ৭ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেন সখিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শামসুন নাহার শিলা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পৌর এলাকার কাঁচা বাজার সড়কে ও গার্লস স্কুল সড়কের মেসার্স অনন্ত সুব্রত স্টোরকে ২ হাজার, সাহা স্টোরকে ৩ হাজার, ভাই ভাই স্যানেটারিকে ৩ হাজার, নুপুর এন্টারপ্রাইজকে ৩ হাজার ,শশী জেনারেল স্টোরকে ২ হাজার, সাদিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার ও মেসার্স আল ফাহাদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সখিপুরে ভেজাল কারখানায় তিন লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৭ নং দারিয়াপুর  ইউনিয়নের  বংকি পূর্বপাড়া এলাকায় বুধবার দুপুরে  অবৈধ  জহির সস্ এন্ড চানাচুর কারখানার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগেও এ কারখানায় জরিমানা ও সিলগালা করা হয়েছিল। ওই সময় জহির সংবাদকর্মীদের  সাথে অসৌজন্যমূলক  আচরন করেছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।এ সময় সখিপুর  থানার ওসি মোঃ আবুল কালাম ভুঁইয়াসহ প্রশাসনের অন্যান্য  লোক জন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী বলেন,ভোক্তা অধিকার আইন ২০০৯ এ ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ